Header Ads

Header ADS

বাংলাদেশ ক্রিকেট দল এর নতুন ধ্রুব তারা আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ ক্রিকেট এর নতুন ধ্রুব তারা আফিফ হোসেন ধ্রুব। 
 
AFIF HOSSAIN DHRUBO

 

আফিফ হোসেন এক বিস্ময় বালক,,,সে অনেক বার নিজের নাম এর সমার্থ প্রমান করছে, জিতেয়েছে বাংলাদেশকে অনেক অবিশ্বাস্য ম্যাচ,,,,, এই আফিফ এর আবির্ভাব এতো সহজেই হয়নি,,,,, তিনি এসেছেন আবার হারিয়েও গিয়েছেন আবার ফিরে এসেছেন। তার ফিরে আসাটা ছিলো এক অবিশ্বাস্য ম্যাচ জিতিয়ে,,,,,।তার অভিষেক হয়েছিল ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই মেরেছিল ডাক বাদ পরে যায় দল থেকে আবার ফিরে আসলেন আফিফ রাজার বেশে,,, দুকতে থাকা দলটাকে সেই ম্যাচে একাই তুলে নিয়েছেন জয়ের বন্ধরে,,,, ম্যাচে যখন বাংলাদেশ এর অবস্থা ৬০ /৬ তখন ফিজে আসে আফিফ হোসেন। আর তিনি রচনা করেন বাংলাদেশ ক্রিকেট এর নতুন গল্প। আফিফ এখন দলের ব্যাটিং স্তম্ভ। আফিফ হোসেন ধ্রুব তোমার দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ এর ক্রিকেট বক্তরা। এশিয়া কাপে আবার তোমার ব্যাটিং এর জ্বলক

লেখকঃমোঃসোলায়মান (নাহিদ) 
এডমিনঃKhela Dhula=mr30

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.