Header Ads

Header ADS

তরুণ পেসার হাসান মাহমুদ এর ফিরে আাসা!

 
 পেসারঃহাসান মাহমুদ 

হাসান মাহমুদঃ এই নামটি বাংলাদেশ ক্রিকেট এর নিয়মিত দর্শক প্রথম শুনে ২০১৯-২০২০ মৌসুমে।তিনি সেই বছর ঢাকা প্লাটুন্স এর হয়ে মাঠে নামেন।

 সে বছর হাসান মাহমুদ ঢাকার হয়ে খেলেন মোট ১৩ টি ম্যাচ উইকেট শিকার করেন ১০ টি। এই পারফর্ম করে জাতীয় দলে ডাক পাওয়া সম্ভব  নয়। কিন্তু জাতীয় দলে সুযোগ পান। তার এই সুযোগ পাওয়ার কারণ হলো তার নজর কারা বোলিং একশন ও তার নিখুঁত বোলিং লাইন লেন্থ।

এতেই তিনি নির্বাচকদের নজরে আসেন এবং সুযোগ পান টাইগার দের জিম্বাবুয়ে সিরিজ এর দলে। দুই ম্যাচ এর সিরিজে হাসান মাহমুদ সুযোগ পায় সিরিজ এর শেষ ম্যাচে। অভিষেক ম্যাচে তার বোলিং স্পেল ছিলো ৪-০২৫-০ অভিষেক ম্যাচে তার আগ্রাসন ফুটে উঠে ২২গজে। হয়ত উইকেট শূন্য ছিলো কিন্তু কিপটে বোলিং করে অপনেন্ট দলের রান চাকা আটকে রেখে ছিল। 

এখানেই থেমে যায় হাসান থেমে গেল পৃথিবী করোনার সেই ভয়াল থাবায়। এর পর হাসান পারি দেন দীর্ঘ এক সময় জাতীয় দলের বাহিরে।তার এই সময়টা কেটেছিল ইনজুরি সাথে লড়াই করে। হাসান আবার ফিরে এসেছে দলে আগের চেয়ে আরো শক্ত ভাবে তার এবারের প্রত্যাবর্তন হয় জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে প্রাত্যাবর্তন ম্যাচে হাসান বল হাতে জলে উঠে তার জাত ছিনায় দেশ এর সমর্থক দের তিনি সেই ম্যাচে বোলিং করে ৪-০-১-২৬এই স্পেলে। দ্বিতীয় ম্যাচে শিকার করে ২টি উইকেট তিনি এই পর্যন্ত টি টুয়েন্টি ম্যাচ খেলেছে ৩টি তার ক্যারিয়ার স্টাটাস হলো।

ম্যাচঃ৩ ইকোনমিঃ৬.৫৮ 


উইকেটঃ৩  সেরা বোলিংঃ২৪/২  বোলিং গড়ঃ২৬.৩৩

এবারের এশিয়া কাপে হাসান মাহমুদ ই হতে পারেন বাংলাদেশ দলে বোলিংয়ে মুল অশ্র। 

লেখকঃমোঃসোলায়মান ( নাহিদ) 

এডমিনঃKheladulha=mr30

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.