চমক দিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করালো বাংলাদেশ!দলে ফিরেছে সাব্বির রহমান ও পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন।
সকল জল্পনা কল্পনা শেষে ঘোষণা করা হলো এশিয়া কাপের এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক) মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়(উইকেট-রক্ষক), সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান( ফিট হলেই দলের সাথে যাবেন সোহান),শেখ মেহেদী,মেহেদি হাসান মিরাজ,হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন,মোসাদ্দেক হোসেন।
সাকিব আল হাসান
প্রায় তিন বছর পরে টি টুয়েন্টি দলে ডাক পেলেন সাব্বির রহমান। এছাড়া সাইফউদ্দিন পুরনো ইনজুরিতে ভোগবার কারণে এদদিন দলের বাহিরে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন প্রায় এক বছর পরে। দলে নতুন অধিনায়ক হিসেবে ডাক পেয়েছেন সাকিব আল হাসান,,, গুঞ্জন কে সত্যি করে অভিনয় করতে থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম।নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ইবাদত হোসেন চৌধুর। আমি ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছে ইয়াসিন আলি রাব্বি ও বর্তমান সময়ের সেরা ফর্মে থাকা লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে চোট পেয়েছেন লিটন দাস সে চোট থেকে এখনো শেরে উঠতে পারেনি তাই তিনি এভারের এশিয়া কাপ মিস করে। এবারের এশিয়া কাপের দলে নেই তরুণ পেসার শরিফুল ইসলাম তিনি বাদ পরেছে ইনজুরির কারণে।
এছাড়া জিম্বাবুয়ে সফরের টি টুয়েন্টি দলের থেকে বাদ পরেছে নাজমুল শান্ত, মুনিম শাহরিয়ার।দুইজনই ভুগছেন ফর্ম হীনতায়।
ভালো একটি পোস্ট হয়েছে
উত্তরমুছুন