জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফিরেছে ক্রিকেটাররা
ব্যার্থতায় মোড়ানো এক সিরিজ শেষে দেশে ফিরেছে ক্রিকেটাররা। এই সিরিজ সম্পুর্ন ব্যার্থতার দায় নিজেদের করে নিয়েছে ক্রিকেটারা। যা এনামুল হক বিজয়ের কথা শুনলে পরিস্কার করে বলা যায়,তিনি দেশে ফিরে বিমান বন্দরে সাংবাদিক দের সাথে আলাপ কালে সাংবাদিক দের জানান যে এই সিরিজে তারা কিছু ভুল করেছে যা তাদের ম্যাচে অনেক প্রভাব পরেছ। এছাড়া তিনি নিজের ফেরা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন "আসলে আমি যখন অনেক দিন পরে দলে আসলাম। আমি প্রতিটা খেলোয়াড় এর কাছ থেকে দারুণ ভাবে সাপোর্ট পেয়েছি। অবশ্য তামিম ভাই এর কাছ থেকে রিয়াদ ভাই এর কাছ থেকে জুনিয়র দের মধ্যে আফিফ আছে তাসকিন আছে মোসাদ্দেক আছে।তো সবাই আসলে আমাকে ভালো ভাবে গ্রহণ করেছে এবং বুঝতে দেয় নি আমি অনেক দিন পরে এসেছি। ওরা আসলে দলে আমারা পরিবার এর মতো ছিলাম " এনামুল হক বিজয়।
এছাড়াও দল নিয়েও অনেক কথা বলেছেন তিনি৷
তার কথা বলার দরন সুন্দর হইছে
উত্তরমুছুন