Header Ads

Header ADS

বাংলাদেশ ক্রিকেট এর নতুন যোদ্ধা ইবাদত হোসেন চৌধুরী!!!!

 বাংলাদেশ ক্রিকেটে দলে তিনি আসেন টেস্ট ফরমেটে অভিষেক এর মাধ্যমে। তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২৮-২-২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। অভিষেক এর পর থেকে তার টেস্ট পারফর্ম ছিলো একেবারে সাদা মাটা। প্রথম ১০ ইনিংসে বল করে তিনি উইকেট শিকার করেন মাত্র ১০ টি। এটা যে কোন বোলিং এর জন্য খুব খারাপ একটা পারফরম্যান্স এর পরেই চার দিকে তাকে বাদ দেওয়ার জন্য ট্রল শুরু হয়। কিন্তু ইবাদত হোসেন তো আর দমে যাওয়ার পাত্র নয়। তিনি ফিরে আসলেন যোদ্ধার মতো তিনি তো নিজেই একজন যোদ্ধা তিনি বাংলাদেশ বর্তমান বাংলাদেশ বিমান বাহিনির সক্রিয় একজন সদস্য। তাই তার মধ্যে যোদ্ধার রক্ত বইছে। 

ছবিঃইবাদত হোসেন চৌধুরী

তিনি তার আসল রুপে ফিরে আসলেন তার উপরে রাখা আস্থার প্রতিদান দিলেন। তার হাত দরে আসলো বাংলাদেশ ক্রিকেট এর নিউজিল্যান্ডের মাটি থেকে প্রথম সাফল্য। তিনি জেতালেন জিতলেন বাংলাদেশ এর হাজারো ক্রিকেট বক্তের মন।সেই ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ইবাদত হোসেন সেই ম্যাচে শিকার করেছেন মোট সাতটি উইকেট। এরপর থেকে টেস্ট দলে বল হাতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ইবাদত হোসেন চৌধুরী। তারপর এই বছর ইবাদত হোসেন এর অভিষেক হয় সাদা বলের ক্রিকেটে প্রথম অভিষেক ম্যাচে তার জাত চেনাতে ভুল করেনি ইবাদত হোসেন। অভিষেক ম্যাচেই দলকে জেতার আনন্দ দিলো। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ হারালো বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে অভিষেক হয় ইবাদত হোসেন এর প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে হারতে জিম্বাবুয়ের সবচেয়ে সেরা অশ্র ছিলো রাজা।আর রাজাকে তৃতীয় ম্যাচে আউট করে তার সিংহাসন চৈত করলেন ইবাদত হোসেন চৌধুরী। এভাবেরর এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন। এশিয়া কাপ এর এবারের ফরমেটে হলো টি টুয়েন্টি। টি টুয়েন্টি ক্রিকেটে এখনো অভিষেক হয়নি ইবাদত হোসেন চৌধুরীর।

লেখকঃ মোঃসোলায়মান (নাহিদ) 

এডমিনঃKhela Dhula=mr30


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.