আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর!
ছবিঃ সাকিব আল হাসান (বাংলাদেশ অধিনায়ক) |
এশিয়া কাপে এবারের আসরের প্রথম ম্যাচে লড়বে পাঁচ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এছাড়া এবারের এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ গ্রহণ করবে দল গুলো হলঃ আফগানিস্তান,ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। সরাসরি মুল পর্বে সুযোগ পেয়েছে পাঁচটি দল,এবং বাছাই পর্ব থেকে এসেছে হংকং।
এশিয়া কাপে গত চৌদ্দ আসরের সবচেয়ে বেশি শিরোপা জয়ি দল হলো ভারত তার জিতেছে মোট সাতটি শিরোপা , এছাড়া শ্রীলঙ্কা জিতেছে পাঁচ বার পাকিস্তান জিতেছে দুইবার,বাংলাদেশ এখন শিরোপা ছুয়ে দেখতে পারেনি।
এবারের আসরটি অনুষ্ঠিত হওয়ার কাতা ছিলো শ্রীলঙ্কা তে কিন্তু তাদের দেশের পরিস্থিতির কাথা বিবেচনা করে আরব আমিরাত হবে এবারের আসর।
এশিয়া কাপের পনেরো তম আবরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ টি যার মধ্যে গ্রুপ পর্বে ৬ টি এছাড়া সুপার -৪ এ ৭ ও ফাইনাল একটি ম্যাচ। দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রথম ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে, দুটি গ্রুপ এর মধ্যে -গ্রুপ -এ তে রয়েছে -বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আর গ্রুপ-বি তে রয়েছে -ভারত, পাকিস্তান ও হংকং। এই গ্রুপ পর্ব থেকে চারটি দল গ্রুপ পর্ব পেরিয়ে সুপার-৪ এ খেলবে তার মধ্যে থেকে টপ দুটি টিম ১১ সেপ্টেম্বর ২০২২ তার ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে খেলবে। এই ১৩ টি ম্যাচ মোট দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এর প্রথম খেলা ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।
লেখকঃমোঃসোলায়মান(নাহিদ)
এডমিনঃKhela dulha=mr30
কোন মন্তব্য নেই